টেকনাফের গহীন পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা পুড়িয়ে ধ্বংস


টেকনাফের গহীন পাহাড়ে একের পর এক অপহরণের ঘটনায় অতিষ্ট হয়ে যৌথ সাঁড়াশি অভিযান চালিয়েছেন পুলিশ, র্যাব ও বিজিবি। অভিযানে অপহৃতকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রোববার (২৩নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত হ্নীলা ইউনিয়নের লেদা ও নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশ সংলগ্ন গহীন পাহাড় ঘিরে সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময় সন্ত্রাসীদের আস্তানা পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর।
তিনি জানান, রোববার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত অপহৃত ভিকটিম নুরুল ইসলাম (৫০) কে উদ্ধার ও মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টায় থানা পুলিশ, র্যাব ও বিজিবি কর্তৃক একটি শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রোন ক্যামেরা-তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান পার্টি অপহরণকারীদের বিভিন্ন আস্তানা ধ্বংস করে দেয়া হয়। এই মামলার এজাহারনামীয় আসামীসহ সংঘবদ্ধ অপহরণ চক্র স্থানীয় বাসিন্দা ও মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) যৌথভাবে গঠিত এই সশস্ত্র সন্ত্রাসী দল দীর্ঘ দিন যাবৎ টেকনাফ থানা এলাকায় মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসতেছে।
তিনি আরও জানান, অপহৃত ভিকটিম উদ্ধারসহ এই অপরাধমূলক কর্মকান্ডসমূহ নির্মূলে এ ধরণের যৌথ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

















