ঢাকায় পাক-ভারত প্রতিনিধিদের করমর্দন


ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাক্ষাতকালে তারা করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে তাদের সাক্ষাৎ ও করমর্দন হয়।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা-আয়োজনে যোগ দিতে ঢাকায় আসেন পাকিস্তানের স্পিকার সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারত একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এই প্রথম নেতৃত্ব পর্যায়ে এই ধরনের সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, বেগম জিয়া, ভারত
Facebook Comment

















