তিনমাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু

Fisherman at Kaptai Lake Pic.

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ
তিন মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে শুক্রবার মধ্যরাত হতে পুনরায় সকল ধরনের মাছ ধরা ও আহরণ কার্যক্রম শুরু হয়েছে।

জেলেরা আনন্দের সাথে মাছ ধরার সকল ধরনের জাল, নৌকাসহ সারঞ্জাম নিয়ে ইতিমধ্যে হ্রদে মাছ ধরার কার্যক্রমে লেগে গেছে।

এরপূর্বে মাছের সকল ব্যবসায়ী ও কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের লোকজন বাদ জুমা কাপ্তাই মৎস্য পল্টনে দোয়া, মোনাযাত ও মিলাদ মাহফিলের মধ্যমে মাছ ধরার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।

শনিবার সকাল হতে হ্রদের সকল ধরনের মাছ কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন শাখায় সরকারী রাজস্ব আদায়ের মাধ্যমে লেনদেন করা হবে বলে কাপ্তাই মৎস্য কর্পোরেশন শাখা কর্মকর্তা হারুন উল্লেখ করেন।

উল্লেখ্য, রাঙামাটি জেলা প্রশাসকের নির্দেশে হ্রদে তিন মাস পূর্বে মাছের বংশবৃদ্ধি এবং প্রজননের কারণে সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞাজারি করা হয়েছিল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন