তিন দিন যাবৎ সূর্যের দেখা নেই কাপ্তাইয়ের পাহাড়ি এলাকায়

fec-image

কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়েও লেগেছে প্রচণ্ড শীত। গত তিনদিন যাবৎ সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় খেটে খাওয়া লোকজন কাজে না গিয়ে ঘরে বসেই সময় কাটাচ্ছে।

এ দিকে শীতের ফলে ঠাণ্ডাজনিত কারণে ছোট ছোট শিশুদের মধ্যে সর্দি-কাশি এবং বয়োবৃদ্ধ লোকদের মধ্যে হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

কাপ্তাইয়ে দূর্গম পাহাড়ি এলাকার মংসি মারমা ও সুছাতং চাকমা বলেন, পাহাড়ে গত তিন দিন যাবৎ সূর্যের কোন দেখা নেই। এলাকায় প্রচণ্ড শীতের প্রকোপ বেড়েছে। পাশা-পাশি ছোট ও বৃদ্ধদের রোগ বেড়ে চলেছে। প্রতিদিন পাহাড়ের খড়কুটা ও গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ করা হচ্ছে।

এদিকে লোকমান আহমেদ, ইউসুফ ও জাকির হোসেন জানান, শীতের ফলে কাজে কর্মে যাওয়া হচ্ছেনা। দিন দিন শীত বাড়ছে পাশা-পাশি গুড়ি-গুড়ি বৃষ্টিও হচ্ছে। তারা সরকারি বেসরকারিভাবে সবাইকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন