Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

দীঘিনালায় পরাজিত প্রার্থীর বাড়িতে অপর দুই পরাজিত প্রাথীর কর্মীসমর্থকদের হামলা

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় দুজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন, দক্ষিণ বাবুছড়া গ্রামের  সূর্য চন্দ্র চাকমার ছেলে তন্তু চাকমা (২৭) এবং স্ত্রী চিগোন মিলা চাকমা (৬০)|  বৃহস্পতিবার রাত পৌনে এক’টায় এ ঘটনা ঘটে। এঘটনায় চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী অনুপম চাকমা, পরাজিত ইউপি সদস্য প্রার্থী ইকুস্টি চাকমার কর্মী-সমর্থকদের দায়ী করা হয়েছে। তবে অভিযুক্তরা ঘটনা অস্বীকার করেছেন।

জানাযায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনুপম চাকমা চেয়ারম্যান পদে এবং ১নং ওয়ার্ড দক্ষিণ বাবুছড়া এলাকার ইকুস্টি চাকমা মেম্বার পদে নির্বাচন করেন। নির্বাচনে তারা দুজনই
পরাজিত হন।

নির্বাচনে জয়-পরাজয়ের রেশ ধরে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী অনুপম চাকমা, পরাজিত ইউপি সদস্য প্রার্থী ইকুস্টি চাকমার কর্মী সমর্থকরা রাত পৌনে ১টার দিকে আকষ্মিকভাবে মহিলা মেম্বার পরাজিত প্রার্থী রাশিকা চাকমার বাড়িতে হামলা চালায়।

এসময় তারা উপর্যুপরি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে বসতঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এসময় ছোরা ইটের আঘাতে পরাজিত প্রাথী রাশিকা চাকমার দেবর তন্তু চাকমা (২৭) এবং শাশুড়ি চিগোন মিলা চাকমা (৬০) গুরুতর আহত হন।

এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এব্যাপারে রাশিকা চাকমার স্বামী সমর বিজয় লিপ্পা জানান, বর্তমান চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা আমার বন্ধু। পরাজিত হওয়ায় অনুপম চাকমা এবং ইকুস্টি চাকমার কর্মীসমর্থকরা আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়।

তিনি আরও জানান ঘটনার সাথে সাথে নিরাপত্তাবাহিনী না এলে আমাদের সবাইকে মেরেই ফেলতো।

হামলার অভিযোগ অস্বীকার করে ইকুস্টি চাকমা ওরফে স্ববতোষ জানান, গত রাতে আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে, তা  পূর্ণচান চাকমার নেতৃত্বে আমাদের হেডম্যান কার্বারী মিলে সামাজিক ভাবে ফয়সালা করবো বলে সিদ্ধান্ত হয়েছে।

এব্যাপারে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার প্রমেশ চাকমা জানান, গত বৃহস্পতিবার রাত দুই টার দিকে নিরাপত্তাবাহিনীর লোকজন আহতদের হাসপাতালে ভর্তি করান। আহতদের মাথাসহ শরীরে ইটপাটকেলের আঘাত চিহ্ন রয়েছে।

এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন