দেশে আইনের শাসন বলতে কিছুই নেই: শাহজাহান চৌধুরী

fec-image

দেশে আজ আইনের শাসন বলতে কিছুই নেই, দেশ অরাজকতায় ভরে গেছে। যেই দেশে সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করা যায়না। বিচার ব্যবস্থা, বাজারে দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের বাইরে, যেই দিকে তাকায় সেই দিকে দূর্নীতি আর দূর্নীতি। দেশের মধ্যে গণতন্ত্র নেই, এই নির্বাচনহীন সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উখিয়ার কোটবাজারে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।

তিনি এসময় আরও বলেন, আজকের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র উদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আগামীতে যুবদলের নির্যাতিত, সক্রিয় নেতা কর্মীদের বিএনপিতে মূল্যায়ন করার জন্য উপস্থিত উপজেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদককে আহ্বান জানান।

শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলা যুবদলকে সুন্দর, সুশৃঙ্খল, সুসংগঠিত ইউনিট হিসাবেও ঘোষণা দেন।

যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, কক্সবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম গফুর উদ্দীন প্রমুখ।

পথসভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার, সঞ্চালনা করেন সদস্য সচিব খাইরুল আমিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন