নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার ইয়াবা জব্দ

fec-image

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম পয়েন্ট থেকে ৪ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি। যার মুল্য ১২ কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে ঘুমধুম সীমান্তের দায়িত্বরত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ দল টহলে বের হন ভোর ৫ টায়। তারা ঘুমধুম সীমান্ত হতে প্রায় ৫ কিলোমিটার ভেতরে পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযানে নামে। বিজিবি জোয়ানদের দেখে পাচারকারীদল দ্রুত পালালেও তারা বস্তায় মোড়ানো ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ফেলে যান। যা জব্দ করেন বিজিবি ।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে এটি কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম বৃহৎ মাদকবিরোধী সাফল্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৩৪ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ মাসে (এপ্রিল ২০২৫ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ সর্বমোট ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেন তারা।

এছাড়াও একই সময়ে ১০ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৮২১ টাকা মূল্যের সিগারেট, গরু, সার, সিমেন্ট, প্রসাধনী, ঔষধ, জ্বালানী তেল, হার্ডওয়্যার সামগ্রী ও রশদসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়। সব মিলিয়ে ৫০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ১৩১ টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয় এবং ৯৫ জন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এছাড়া সীমান্ত এলাকার স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী, দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদান, বৌদ্ধ বিহারে অনুদান এবং মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহযোগিতা প্রদানসহ নানা মানবিক কর্মকাণ্ডও পরিচালনা করছে বিজিবি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, নাইক্ষ্যংছড়ি, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন