নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমারের সেনা ও বর্ডার পুলিশের ৫ সদস্য আটক


মায়ানমান থেকে পালিয়ে আসা বিজিপির ও সেনাবাহিনীর ৫ জন সদস্য বাংলাদেশের আশ্রয় নিয়েছেন। তাদের পাঁচজনের মধ্যে ৪ জন মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এবং একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে।
২৩ নভেম্বর রবিবার বেলা একটার দিকে সীমান্ত পিলার ৪২ নাম্বারের দেড় কিলোমিটার দূরে ঘুমধুম ৯নং ওয়ার্ডের গাছবুনিয়া পাড়ায় তারা আশ্রয় নেন। খবর পেয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে।
আটকরা হলেন- মিয়ানমারের শান স্টেট মোমেকের বাসিন্দা ও সেকেন্ড পুলিশ পরিদর্শক কোকো সেইন (৩৫), বলিবাজার বিজিপি ক্যাম্পের কনস্টেবল সোথু রা (৩৮), আউং সান হ্তু (২৫), কিয়াও জেয়ার লিন (৩২) ও মিয়ানমার সেনাবাহিনীর সদস্য মিনমিন উ (৪১)।
স্থানীয়রা ও বিজিবি সদস্যরা জানিয়েছেন, দুপুরের দিকে বাংলাদেশ সীমান্ত হয়ে মায়ানমারের ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাংলাদেশের প্রবেশ করে। ঘুমধুম সীমান্তবর্তী লাগোয়া গাছবুনিয়া পাড়ায় তারা আশ্রয় নেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।
বিজিবি জানায়, সাম্প্রতিক সময় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তা বাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে তারা প্রাণ রক্ষা করতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী এ বিষয়ে বলেন, সীমান্ত দিয়ে প্রবেশ করে মায়ানমার ৫ সদস্যরা বাংলাদেশের আশ্রয় নিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, আটকদের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর গাছবুনিয়া পাড়াসহ আশেপাশের এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

















