নাইক্ষ্যংছড়িতে খামারী মাঠ দিবস পালন

fec-image

নাইক্ষ্যংছড়িতে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন শীর্ষক খামারী মাঠ দিবস পালিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএলআরআই’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার।

সভাপতি ছিলেন বিএলআরআই’র মহাপরিচালক ড. আবদুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, বান্দরবান জেলা পরিষদ সদেস্য ক্যনে ওয়ান চাক প্রমুখ।  স্বাগত বৈজ্ঞানিক কর্মকর্তা এরশাদুজ্জামান ।

নাইক্ষ্যংছড়িস্থ বাংলাদেশ প্রানী সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাইট ইনচার্জ মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে ৩ শত খামারী অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন