নাইক্ষ্যংছড়িতে ৩শ লিটার চোলাই মদ ধ্বংস 

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারও দেশীয় তৈরি বাংলা মদ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২২সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ কর্তৃক সম্প্রতি সময়ে উদ্ধারকৃত ৩ শত ৩ লিটার বাংলা মদ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি থানা পুলিশের উপস্থিতিতে এ মদ ধ্বংস করেন।

বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের ইউএনও বলেন, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত এসব চোলাই মদ আজ সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের উত্তর পাশে ধ্বংস করা হয় ।

এ বিষয়ে থানা পুলিশের ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, মাদক ও সন্ত্রাস নির্মূলের অভিযান বাস্তবায়ন করতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। নাইক্ষ্যংছড়ি সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। মাদক পাচারকারী ও সন্ত্রাসীদের এই নাইক্ষ্যংছড়িতে স্থান হবে না। আমাদের এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে। তাই উপজেলার মাদক নির্মূলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চোলাই মদ, ধ্বংস, নাইক্ষ্যংছড়িতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন