কাপ্তাইয়ে স্যালাইন ব্যাগভর্তি চোলাই মদসহ আটক ২

fec-image

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে পাচারকালে পিকাআপ বোঝাই স্যালাইন ব্যাগভর্তি ৩শ’ লিটার চোলাইমদসহ ২ পাচারকারিকে আটক করেছে।

আটককৃত রবিউল হোসেন( হৃদয়) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার রহমতপাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে এবং অপরজন আকিব হোসেন একই উপজেলার আলম সেক্রেটারি বাড়ির মো. রফিকের ছেলে

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬ টায় কাপ্তাই সড়কের বড়ইছড়ি মৎস্য চেক পোস্টের সামনে কাপ্তাই থানা পুলিশ উপ-পরিদর্শক ( এসআই) মো. ইমাম উদ্দিন সঙ্গীয় পুলিশসহ অভিযান করে।

পিকআপ তল্লাশি করে ৮ বস্তায়৩শ’ লিটার স্যালাইন ব্যাগভর্তি দেশীয় তৈরী চোলাই মদসহ ২ পাচারকারিকে পিকআপসহ আটক করা হয়। চোলাইমদ পিকাআপ বোঝাই করে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা হতে চট্রগ্রাম অভিমুখে রওনা হচ্ছিল।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ির চালক পালিয়ে যায়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত জসিম উদ্দিন(ওসি) জানান, সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে থানার এসআই ইমাম উদ্দিন ফোর্সসহ ৩শ’লিটার চেলাইমদ, পিকাআপসহ ২পাচারকারিকে আটক করা হয়।আটক মদের বাজার মূল্য ৯০হাজার টাকা।

মাদক মামলা করে রাঙ্গামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, কাপ্তাই, চোলাই মদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন