নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৩ জন কারাগারে

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালত-৩ তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৯ জুলাই নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ মার্কেটের ভাড়াটিয়া শামসুল আলম বাদী হয়ে আদালতে একটি ফৌজদারী মামলা করেন। বুধবার মামলার ধার্য্য তারিখে চেয়ারম্যানসহ অন্যান্য আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মোহাম্মদ হাসান উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আসামীদের জামিন নামঞ্জুর করেন।

তারা হলেন- ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ইউপি সচিব ছৈয়দ আলম ও ইউছুফ খান। জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি উবাথোয়াই মারমা।

এদিকে আসামীপক্ষের আইনজীবীগণ বলেন- মিথ্যা ও ষড়যন্ত্রমূলক করা মামলাটি জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।

অন্যদিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য জানান- ইউনিয়ন পরিষদ সরকারি সম্পদ। কিন্তু পরিষদ থেকে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত শর্তভঙ্গ করে আসছিল মামলার বাদী। একাধিকবার দোকান ভাড়াটিয়াকে সরকারি সম্পদ শর্তনুযায়ী চালানোর জন্য বলা হয়। দোকান ভাড়াটিয়া তা না করে কুচক্রি মহলের ইন্ধনে নানা রকম ষড়যন্ত্র করছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আদালত, ইউনিয়ন পরিষদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন