খাগড়াছড়িতে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালিত

fec-image

“আমরা সবাই স্বোচ্ছার বিশ্ব হবে সমতার” এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৩ ডিসেম্বর) সকালে নারী ও শিশু বিষয়ক স্থায়ী স্থায়ী কমিটির উদ্যোগে পৌরসভার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। এতে পৌরসভার কাউন্সিলরগণ ছাড়াও পৌর সচিব পারভীন আক্তার খন্দকার অংশ নেন।

এ সময় বক্তারা বেগম রোকেয়ার স্মৃতি তুলে ধরে বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা। তার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষের সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। নারীরা আজ শিক্ষা ও কর্মক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেছে উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান সরকার নারী-পুরুষের সমান অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সালেহা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার ২ নং প্যানেল মেয়র পরিমল দেবনাথ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বেগম রোকেয়া দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন