পর্যটন নগরীর নতুন মাত্রা সৈকত এক্সপ্রেস

fec-image

কক্সবাজারের পর্যটন খাতকে আরো প্রচার, প্রসার ও সমৃদ্ধ করতে যাত্রা করেছে সৈকত এক্সপ্রেস। শীতাতপ নিয়ন্ত্রিত, নিরাপদ ও বিলাসবহুল বাসটি চলবে কক্সবাজার-টেকনাফ সড়কে। সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় যাত্রীরা সাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে।

পর্যটনবান্ধব বাহন ‘সৈকত এক্সপ্রেস’ বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে সমুদ্র নগরীর প্রধান সড়কে চলাচলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

এ উপলক্ষে সাগর পাড়ের হোটেল মিশুকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সৈকত এক্সপ্রেসের প্রধান পরিচালনা কর্মকর্তা ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান।

কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, সৈকত এক্সপ্রেস যাত্রার মাধ্যমে অনেক দিন পরে মনের একটি ইচ্ছে পূরণ হলো মনে হচ্ছে।

বক্তব্য দেন কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

সৈকত এক্সপ্রেসের যাত্রাকে দুঃসাহসিক সিদ্ধান্ত ও পর্যটনের জন্য মাইল ফলক মন্তব্য করেন তিনি।

সাংবাদিক এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট রনজিত দাস, রেনকন ট্রাকস এন্ড বাসেস লিমিটেড (মিটসুবিসি ফুসো) এর নির্বাহী পরিচালক সুলতানুজ্জামান সাজন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুল মোস্তাক, স্ট্যান্ডার্ট ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখা ব্যবস্থাপক ও এভিপি ইয়াকুব মো. শাহজাহান, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম. রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কুরআন তিলাওয়াত করেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন।

অনুষ্ঠানে পরিবহন ও পর্যটন সংশ্লিষ্ট লোকজনসহ বিভিন্ন পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পর্যটন, সৈকত এক্সপ্রেস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন