পর্যটন শিল্প তরান্বিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরী : মেনন

Bandarban-7

জেলা প্রতিনিধি, বান্দরবান :

পর্যটন শিল্প খাতে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়াতে উপযুক্ত অবকাঠামো তৈরিতেও সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। তবে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরী বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি আরো বলেন, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে ব্যবহারা করে পুরো পার্বত্যাঞ্চলকে একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে পর্যটন মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবানে এক বিশেষ সফরে সাংবাদিকদের উদ্দেশ্যে সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে  এসব কথা বলেন মন্ত্রী। সফরকালে তিনি বান্দরবানের মেঘলা, বুদ্ধ ধাতু জাদি, নীলাচল ছাড়াও আরো বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র পরিদর্শণ করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক কে.এম. তরিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শামীম হোসেনসহ প্রশাসনের গুরুত্বপূর্ন ব্যক্তিগণ।

 

অারও খবর পড়ুন

নৌ-পরিবহন সপ্তাহ উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা

বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলেই পাহাড়ের কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে- বীর বাহাদুর

কক্সবাজারে বাংলাদেশ স্কাউটস এর আঞ্চলিক মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ওয়ার্কশপ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন