পানছড়িতে রবি ও গ্রামীণ ফোনের জেনারেটরের শব্দে অতিষ্ঠ এলাকাবাসী

Janarator Pic

পানছড়ি প্রতিনিধি:
মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি ও গ্রামীণ ফোনের জেনারেটরের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে গেছে পানছড়ি বাজার এলাকাবাসী। স্থানীয় অনেকের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি বাজার এলাকার ইউসুফ ডিলারের ভবনের ছাদের উপর রবি ও গ্রামীণ ফোনের টাওয়ার স্থাপন করা হয়েছে। টাওয়ারের নিচেই জনবসতিপূর্ণ লোকালয়ে বসানো হয়েছে বিশালাকার দুটি জেনারেটর। দিবা-রাত্রি ২৪ ঘন্টা বিরামহীন জেনারেটর চলার বিকট শব্দে এলাকাবাসীর স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এর ফলে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

দীর্ঘ কয়েক বছর যাবত জেনারেটরের অসহনীয় শব্দে অনেক স্কুলে পড়ুয়া কোমলমতি ছাত্র-ছাত্রী মাথা ব্যাথাজনিত রোগে ভুগছে বলে জানান অভিভাবকরা। তাছাড়া প্রায় বিশ/ত্রিশটি পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়াও হুমকির মুখে বলে অভিভাবকদের অভিযোগ।

আবু বকর, আবদুল আজিজ, মোস্তাফিজ ও স্কুল শিক্ষিকা সুফিয়া জানান, ‘জেনারেটরের বিকট শব্দ ও কাপুনিতে এই এলাকার মানুষ দিশেহারা। ছেলে-মেয়েদের লেখা-পড়া ও বিভিন্ন সময়ে জরুরী মোবাইল ফোন এলেও জেনারেটরের শব্দে কিছুই শোনা যায়না।

অসহনীয় বিকট শব্দের জেনারেটরগুলি অতি শীগ্রই যেন অন্যত্র স্থানান্তর করে সে ব্যাপারে রবি ও গ্রামীন ফোন কর্তৃপক্ষ এবং প্রশাসনের  হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এলাকাবাসী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন