পানিতে ডুবে প্রাণ হারাল মেধাবি ছাত্র অভিক: সর্বস্তরের মানুষের শোক প্রকাশ

ramu pic obik 31.08

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মেধাবি ছাত্র প্রৌজ্¦ল বড়ুয়া অভিক। বুধবার সকাল পৌনে এগারটায় এ ঘটনা ঘটে।

অভিক রামু এভারেষ্ট টিচিং ইন্সটিউট এর তৃতীয় শ্রেণির ছাত্র। সে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীধনপাড়ার বাসিন্দা কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রবন বড়ুয়া এবং রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মেঘনা রানী বড়ুয়ার ছেলে।

জানা গেছে, শিক্ষক দম্পতি হওয়ায় বাড়িতে কেউ না থাকায় পাশের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলো ছেলে অভিক। সেখানে পার্শ্ববর্তী বৈদ্য পুকুরে বন্ধু ও পাড়ার অন্যান্য শিশুদের সাথে সাঁতার শিখতে গিয়ে সবার অগোচরে পানিতে ডুবে যায় অভিক। অন্যান্য শিশুরা অভিককে না দেখে চিৎকার শুরু করলে আকাশ বড়ুয়া ও উৎস বড়ুয়া নামের দুই তরুন পানিতে নেমে অভিকের নিথর দেহ উদ্ধার করে। পরে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু অভিককে মৃত বলে জানান।

এক ভাই, এক বোনের মধ্যে অভিক ছিলো বড়। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছে বাবা-মা সহ স্বজনরা। মেধাবি ছাত্র প্রৌজ্¦ল বড়ুয়া অভিকের মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে রামু উচ্চ বালিকা বিদ্যালয়, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় ও রামু এভারেষ্ট টিচিং ইন্সটিউট এর শিক্ষক-শিক্ষার্থীসহ শত শত জনতা অভিককে দেখতে যান।

এছাড়াও মেধাবী ছাত্র প্রৌজ্¦ল বড়ুয়া অভিকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, সহকারি প্রধান শিক্ষক আলী হায়দার, সহকারি শিক্ষক ওসমান গনি, মোস্তফা কামাল, মোহাম্মদ আবদুল্লাহ (বড়), সরওয়ার কামাল, দেবাশীষ চক্রবর্তী, নাসির উদ্দিন, আবদুল্লাহ (ছোট), ওবাইদুল্লাহ রাসেল, লুৎফুন্নাহার, রহিমা বেগম, ফেরদৌসী আকতার, আনজুমান আরা, কর্মচারি ফরিদ ও ইসহাক।

বিবৃতিদাতারা অভিকের আত্মার সদগতি কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছেন সমবেদনা ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন