পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন অর্থ বছরের ১ম পরিচালনা সভা অনুষ্ঠিত

1436462084

নিজস্ব প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৫-১৬ অর্থ বছরে ১ম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের চেয়ারম্যান ও সচিব, নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্ব এ বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

সভায় মূল আলোচ্য বিষয়গুলো হলো- গত ১০ জুন ২০১৫ খ্রি: তারিখে অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য উন্নয়ন সহায়তা (কোড নং-৭০৩০) এর আওতায় ২০১৫-১৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভুক্তির জন্য নতুন স্কিম/প্রকল্প চূড়ান্তকরণ।

নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নযন বোর্ড আইন-২০১৪ অনুসারে পরিচালনা বোর্ডের মোট ১৪ জন সদস্য রয়েছে। প্রত্যেক সদস্যই বোর্ডের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি জানান। তিনি পরিচালনা বোর্ড সভা সম্মানিত সকল সদস্যকে বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদশনের জন্যও আহবান জানান।

বোর্ডের সদস্য-বাস্তবায়ন শাহীনুল ইসলাম জানান, যে ২০১৪-১৫ অর্থ বছরের ৩০ জুন পর্যন্ত বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোড নং ৭০৩০ আওতায় বাস্তব অগ্রগতি ১০০% এবং কোড নং ৫০১০ আওতায় বাস্তব অগ্রগতি ৯৯.৯৯%। সভাপতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৫-১৬ অর্থ বছরের স্কিম/প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পার্বত্যাঞ্চলে অন্যান্য প্রতিষ্ঠানের গৃহীত স্কিম/প্রকল্পের সাথে সঙ্গতি রেখে নতুন স্কিম/প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান (যুগ্ম-সচিব) তরুণ কান্তি ঘোষ ছাড়াও বোর্ডের সদস্য-বাস্তবায়ন (যুগ্ম-সচিব) শাহীনুল ইসলাম, সদস্য-অর্থ (যুগ্ম-সচিব) মোঃ মনজুরুল আলম, সদস্য-পরিকল্পনা আশীষ কুমার বড়ুয়া, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপ-সচিব সুবিনয় ভট্টাচার্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি সমানিত সদস্য থোয়াইহ্লামং মারমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, চেয়ারম্যান মহোদয়ের পিএস মোহাম্মদ রাজীব সিদ্দিকী-সহ বোর্ডের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকবৃন্দ, নির্বাহী প্রকৌশলীগণ, সিনিয়র পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন