পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার সীমান্তে ৬৯৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে : ওবায়দুল কাদের

enani-ministar.1
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৯৫ কিলোমিটার সীমান্ত সড়ক নিমার্ণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । ২৩ অক্টোবর শুক্রবার বেলা ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ মরিনড্রাইভ সড়কের ইনানীতে দুটি সেতু উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ৩ হাজার ৩০২ কোটি টাকা ব্যয়ে দ্রুত সময়ের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ সড়ক নির্মাণ হলে সীমান্তবর্তী বন্ধ প্রতিম দেশগুলোর সাথে চোরাচালান, মানবপাচার, মাদক ও অস্ত্র পাচার বন্ধে সীমান্তরক্ষী বাহিনী গুরুত্তপুর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ বেড়ে যাবে বহুগুণ।

তিনি বলেন, এ সড়ক নির্মিত হলে এখানকার মানুষের জীবমান অনেক এগিয়ে যাবে। মাথাপিছু আয় বাড়বে। সেনাবাহিনীর তত্বাবধানে সীমান্ত সড়কটির নির্মাণকাজ শেষ করতে লাগবে অন্তত ১২ বছর। এ সময় তিনি কক্সবাজার-টেকনাফ ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক ২০১৭ সালের জুনের মধ্যে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেবেন বলে জানান।

তিনি বলেন, এশিয়ান হাইওয়ের সাথে বাংলাদেশ সংযুক্ত হচ্ছে শীঘ্রই। এর জন্য ঘুমধুমে ২ কিলোমিটার সড়ক নির্মাণে ৮৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কাজ শুরু হবে মাস খানেকের মধ্যে।
এসময় ব্রিগেডিয়ার আবদুল ওহাব, মেরিনড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্প কর্মকর্তা মেজর নাহিদ, ১৬ ইসিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন