পালংখালীতে ভোটার হালনাগাদ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

fec-image

উখিয়ার ০৫ নং পালংখালী ইউনিয়নে ২০১৯ সালের ভোটার হালনাগাদ কার্যক্রম ও রক্তদানের উৎসাহবৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগষ্ট) পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর চৌধুরীর আয়োজনে (নিজ বাড়িতে) ও সেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের সহযোগিতায় সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত নতুন ভোটার প্রার্থীসহ প্রায় ৫০০ জনের বেশি সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

উক্ত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের সভাপতি-এডমিন হালিম মোহাম্মদ জয়, সহ-এডমিন নুরুল আবছার সাজু ও সোহেল রানা। আরো ছিলেন হেলাল উদ্দিন, মিজানুর রহমান, সাদিয়া আহমেদ, বকেয়া, অপু ঋষি, ইসহাক, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর, তারেক আজিজ প্রমুখ।

এ বিষয়ে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, “আমার ইউনিয়নসহ পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়নে ভোটার হালনাগাদ কার্যক্রমে নির্বাচন কমিশন রক্তের গ্রুপ উল্লেখ করায় নিজ উদ্যোগে ইউনিয়নের সাধারণ মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের সহায়তায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আমার এ উদ্যোগে যারা সহায়তা করেছেন তাঁদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবে, ভোটার হালনাগাদ কার্যক্রম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন