পাহাড়ের কোন মানুষ ক্ষুধার্ত খাকবে না: এমপি দীপংকর

fec-image

করোনার কঠিন পরিস্থতিতে পাহাড়ের কোন মানুষ ক্ষুধার্ত খাকেবে না। কারণ সরকার বাংলাদেশের মানুষের মুখে আহার তুলে দিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলা শহরের ইয়ুথ স্পাোটিং ক্লাবে শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত এবং জেলা পরিষেদর সহযোগিতায় রাঙামাটির ঠেলাগাড়ি চালক, হোটেল কর্মচারী সর্বপরী বিভিন্ন শ্রমজীবী একহাজার মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, পাহাড়, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন