পেকুয়ার টইটং আঞ্চলিক মহাসড়কের শতাধিক গাছ কর্তন করেছে দুবৃর্ত্তরা

 

উপজেলা প্রতিনিধি, পেকুয়া :

পেকুয়ার টইটং ইউনিয়নের টইটং বাজারের দক্ষিনপার্শ্বে আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে উপকুলীয় সবুজ বেষ্টনীর শতাধিক গাছ কর্তন করেছে দুবৃর্ত্তরা। এ সব গাছ কর্তনের ফলে এলাকার পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটবে বলে ধারনা করছেন এলাকার সচেতন মহল। 

এলাকাবাসী জানান, ২৯ ডিসম্বের দিবাগত রাতে গভীর অন্ধকারে ওই এলাকা থেকে ম্যালেরিয়া, মেহগনিসহ শতাধিক গাছ কর্তন করেছে বলে। এলাকার দা বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে টইটং ইউনিয়নের রাস্তার পার্শ্বে রোপনকৃত গাছ, বন বিভাগের বড় বড় গাছসমুহ কেটে সাবাড় করে আসছে। দ্যা বাহির্নীর নাছিরের ভয়ে কেউ এ গাছ কাটার ব্যাপারে প্রতিবাদ করতে সাহস করে না।

গোপন সুত্রে খবর নিয়ে জানা যায়, টইটং বধুমিয়া হাজির বাড়ির মৃত আবুল হোছনের পুত্র নাছির, টুনু মিয়ার পুত্র শাকের, ছিদ্দিকের পুত্র মালেক, আবদুল খালেক, আইছ্যা মিয়ার পুত্র জয়নাল, কালুর পুত্র সাইফুল্লাহ, জালুর পুত্র পারভেজ, গোলাম কাদেরের পুত্র নাছিরসহ ১৫/১৬ জনের দুবৃর্ত্তের দল এ সব গাছগুলি কেটে সাবাড় করে ফেলছে। এ সব গাছ কর্তনকারীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত হলেও কেউ কোন ব্যবস্থা এ পর্যন্ত নিচ্ছেন না।

এ ব্যাপারে টইটং ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন জানান, দুবৃর্ত্তরা বিভিন্ন জায়গায় প্রতিদিন গাছ কর্তন করছে। তিনি এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করেছেন।

পেকুয়া উপকুলীয় বনবিভাগের বিট অফিসার নেজাম উদ্দিন জানান, গাছ কাটার খবর শুনেছি। সরেজমিনে তদন্ত করে গাছ কর্তন করার সাথে জড়িতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন