পেকুয়ায় কুপিয়ে দা বাহিনীর প্রধানকে হত্যা

fec-image

কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত ধারালো দা দিয়ে কুপিয়ে মো. নাছির উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে।

রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. নাছির উদ্দিন টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ার আবুল হোছাইনের ছেলে।

টৈটং ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কালাম এ ঘটনা নিশ্চিত করেছেন। কথিত এই দা বাহিনীর প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেও শেষ পর্যন্ত দায়ের কুপে নিহত হওয়ায় এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

এলাকাবাসী জানায়, মো. নাছির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দা বাহিনী ওই এলাকায় পাহাড়ি বনভূমির জমি দখল বেদখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি মো. নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। সেই দা বাহিনীর প্রধান মো. নাছির উদ্দিন রবিবার রাত ১১টার দিকে টৈটং বাজার থেকে বাজারের পশ্চিম পাশে বাড়িতে ফেরার পথে ৫ থেকে ৬ জনের একদল দুর্ববৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর আহন হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান তাকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মো. নাছির উদ্দিন মারা যায়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. ফরহাদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বলেন, এখনও কেউ মামলা দেয়নি। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন