রোহিঙ্গা ক্যাম্পে চিরুনি অভিযানে গ্রেফতার ১৯

fec-image

রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে চিরুনি অভিযানে ১৯ জনকে গ্রেফতার করলো ৮ এপিবিএন। যার মধ্যে ব্লক-বি/৩ তে ডাকা‌তি প্রস্ততিকা‌লে ১২ জন এবং অন্যান্য ব্লক থেকে বিভিন্ন মামলার আসামি ৭ জন।

রবিবার (৩০ অক্টোবর) রাতে ক্যাম্প-১৪ তে অভিযান পরিচালনা করা হয়।

ডাকা‌তি প্রস্তু‌তি মামলার এজাহারনামীয় ১২ জন আসামি হলো, ব্লক-ডি/৩, ঘর নং-৭১ এর ফ‌য়েজ আহ‌মেদের ছেলে ক‌বির আহমদ (৩২), ব্লক-ই/৩, ঘর নং-৩৬৯ এর মৃত মো. আলমের ছেলে স‌ফিক ইসলাম (২০), ব্লক-‌বি/১, ঘর নং-৮৪ এর ক‌বির আহমদের ছেলে আবু তৈয়ব (৩০), ব্লক-‌ডি/৩, ঘর নং- ৫২৩ এর মৃত স‌লিম উল্লাহর ছেলে আসাদ উল্লাহ (২২), ব্লক-এ/১‌,ঘর নং- ১৮৩ এর নুর হো‌সেনের ছেলে ইমাম হো‌সেন ২৩), ব্লক-এ/২, ঘর নং-৭৭ এর মৃত আব্দুল ক‌রিমের ছেলে মো. ই‌লিয়াছ (২৫), ব্লক-এ/৩, ঘর নং-১৭৩ এর শাহ আলামের ছেলে হা‌মিদ উল্লাহ (২৭), ব্লক-এ/৩, ঘর নং-৩৯ এর নুরুল ইসলামের ছেলে এনা‌য়েত উল্লাহ (৩৫), ব্লক-‌ডি/২, ঘর নং-০৯ এর জ‌হির আহম্মদের ছেলে মো. আ‌য়েস (২৯), ব্লক-‌বি/৩, ঘর নং-১৪১ এর মৃত ব‌দিরুজম্মানের ছেলে আ‌জিজ উল্লাহ (২২), ব্লক-ই/৮, ঘর নং-২৭২ এর মৌলাভী দাওদের ছেলে আব্দুল্লাহ (৩২) এবং ব্লক-‌সি/২, ঘর নং- ২৯৩ এর ফাটান আলীর ছেলে মো. হো‌সেন (৩০)।

এছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন, ঘর নং-২৪১, ব্লক-‌বি/১ এর জ‌কির আহম্মদের ছেলে মজিবুল্লাহ (২৮), ঘর নং-৪৮৪, ব্লক-‌বি/১ এর শফিকের ছেলে সৈয়দুল আ‌মিন (১৯), ঘর নং-৩৬৬, ব্লক-‌সি/২ এর মৃত আব্দুল ক‌রিমের ছেলে মোহাম্মদ শাহ (৪৫), ঘর নং-৩৫০, ব্লক-‌ডি/৩ এর মো. ইসমাইলের ছেলে মো. আলম (২২), ঘর নং-৪৪০, ব্লক-‌সি/২ এর মৃত লাল মিয়ার ছেলে আব্দুল্লাহ (৪২), ঘর নং-৪৮৪, ব্লক-‌বি/১ এর মো: স‌ফিকের ছেলে সৈয়দুল আ‌মিন (১৯) এবং ঘর নং-৯০, ব্লক-এ/২ এর র‌শিদ আলমের ছেলে নুর ইসলাম (২০)।

এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ।

তিনি জানান, ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতিকারীদের নির্মূলের লক্ষ্যে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. আমির জাফর সার্বিক তদারকি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। অভিযানে অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জামাদিতে সজ্জিত পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করে।

মো. ফারুক আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে দুষ্কৃতিকারীদের নির্মূলে ক্যাম্প এলাকায় ৮ এপিবিএনের বিশেষ ও চিরুনি অভিযান চলছে। অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে ৮ এপিবিএন বদ্ধপরিকর।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গ্রেফতার, চিরুনি, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন