পেকুয়ায় কোন সংঘাত ছাড়াই জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন পালিত

এ.এম.জুবাইদ, পেকুয়া:

পেকুয়ায় কোন সংঘাত ছাড়াই জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন পালিত হয়েছে। জানা যায় মানবতাবিরুধেী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাসির রায় কার্যক্রর করায় ৪৮ ঘন্টা হরতালের ডাক দেয় সংগঠনটি। কেন্দ্রীয় কর্মসূচূীর অংশ হিসাবে পেকুয়ায়ও ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন কোন ধরণের সংঘাত ছাড়াই সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সকল থেকে পেকুয়া উপজেলার কোন সড়কে যানবাহন চলাচল করেনি সড়কগুলো ছিল রিক্সার দখলে। কিন্ত হরতালের ডাক দিয়ে হরতাল আহবানকারীদের কে কোথাও দেখা যায়নি এবং কোন স্থানেও পিকেটিং করতে দেখা যায়নি।

হরতাল চলাকালে পেকুয়ার ব্যাংক বীমা ও সরকারী বেসরকারী প্রতিষ্টান গুলো খুলা থাকলেও চোখে পড়ার মত লেনদেন হয়নি। জামায়াত শিবিরের নৈরাজ্য ঠেকাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়ন করা হয়েছিল। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মাঈন উদ্দিন আহমেদ জানান পেকুয়ার কোথাও কোন ধরণের সংঘাত হয়নি। কিন্তু আইনশৃঙ্গলা রক্ষার জন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়ন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন