পেকুয়ায় চাঞ্চল্যকর জাফর হত্যা মামলার আসামি ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ার চাঞ্চল্যকর জাফর হত্যা মামলার আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ।

জানা যায়, সদর ইউনিয়নের গোয়াখালী বটতলীয়াপাড়া গ্রামের জাফর আলমকে গত ১৭ অক্টোবর দিবাগত রাতে এলাকার দুর্বৃত্তরা হত্যার পর লাশ পরিত্যক্ত পুকুরে ফেলে দেয়। পরদিন বেলা ১২টার দিকে পেকুয়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ আবদুর রকিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

এরপর নিহতের বড় ছেলে তারেকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করে। পরে চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি সু্ষ্ঠু তদন্ত করার জন্য পেকুয়া থানা পুলিশ থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়।

এ দিকে সিআইডি পুলিশ ভিকটিমের মোবাইল নাম্বারের সূত্র ধরে পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী গ্রামের মোহাম্মদ কালুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। সিআইডি পুলিশ ওই আসামির ৫ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এ প্রসঙ্গে জানতে কক্সবাজার সিআইডি পুলিশের ওসি জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন