পেকুয়ায় জমি দখলে নিতে সন্ত্রাসীদের প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় জমি দখলে নিতে সন্ত্রাসীদের প্রকাশ্য অস্ত্রের মহড়া দেয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় স্থানীয় লোকজনের মাঝে চরম আতংক বিরাজ করছে। সূত্রে জানা যায়, পেকুয়া জমিদার বাড়ীর মরহুম নুরুল ইসলাম চৌধুরীর পুত্র দিদারুল ইসলাম চৌধুরী গং সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকার মৃত: কবির আহমদের পুত্র মো: বেলাল উদ্দিন গং এর মধ্যে পেকুয়ার মেহেরনামা মৌজার বি এস ৮৫৫ খতিয়ানের ১০০৫৭ দাগাদীর আন্দর ৪ একর জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।

অভিযোগ পাওয়া গেছে আর এস ৪৪১/৭২ খতিয়ানমূলে রেকড়ীয় মালিক কবির আহমদের নামে লিপিবদ্ধ আছে। কিন্তু বি এস জরিপের সময় ভুলক্রমে পেকুয়া জমিদার বাড়ীর মরহুম নুরুল ইসলাম চৌধুরীর পুত্র দিদারুল ইসলাম চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরীর নামে বি এস রেকর্ড হয়। উক্ত রেকর্ড সংশোধন করার জন্য মৃত: কবির আহম্মদের পুত্র ইব্রাবাহিম বাদী হয়ে চকরিয়া সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধনী মামলা দায়ের করে যার নং ৬৬/০৯। যা বিচারাধীন রয়েছে।

বিচারাধীন থাকার পরও দিদারুল ইসলাম চৌধুরী গং এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে স্বশস্ত্রবাহিনী গঠন করে প্রতিনিয়ত জমিতে দা কিরিচ ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহাড়া দিয়ে বেলাল গং এর দীর্ঘদিনের দখলীয় জমি জবর দখল করার চেষ্ট চালালে উভয় পক্ষের মধ্যে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘষের্র ঘটনার আশংকা করছে। ফলে উভয় পক্ষের মধ্যে বড়ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষে পেকুয়ার আইনশৃঙ্খলার চরম অবনতি হবে বলে আশঙ্কা করছে এলাকার সচেতনমহল। ফলে এলাকার লোকজনের মাঝে চরম আতংক বিরাজ করছে।

এলাকাবাসী জরুরী ভিত্তিতে এ ঘটনার কোন সুরাহা করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী করছেন। এদিকে  বেলাল সাংবাদিকদের বলেন, দিদার মিয়ার সন্ত্রাসী বার্হিনী প্রতিনিয়ত হামলা চেষ্টা সহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। তিনি প্রশাসনের উধর্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এই ঘটনায় দুপক্ষই পেকুয়া থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ দুটি পেকুয়া থানার এস.আই রেজাউল করিম চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্ত কর্মকর্তার কাছে এই ব্যাপারে জানতে চাইলে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন