বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে: পার্বত্যমন্ত্রী

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশ্যৈ সিং বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শিক পিতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একমাত্র নেতা। দলীয় আদর্শে আমরা সবাই ভাই ভাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। লাল-সবুজের পতাকা পেয়েছি। এদেশের উন্নতি করতে হলে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

সীমিত সম্পদের সুষম বন্টন করে শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের এবং ২০৪১ সালে সমৃদ্ধশালী ও ক্ষুদা ও দারিদ্রমুক্ত উন্নত রাষ্ট্রে পরিনত হবে বাংলাদেশ।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে দলীয় নেতাকর্মীদের সাথে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমার সঞ্চালনায় এসময় ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বক্তব্য রাখেন।

ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি খাগড়াছড়ির উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন মন্তব্য করে মন্ত্রী বলেন, তার ইচ্ছেতেই এখানকার উন্নয়ন কার্যক্রম চলছে। আগামী চার বছরের মধ্যে মাটিরাঙ্গা ব্যাপক উন্নতি হবে বলেও উল্লেখ করেন।

ভিত্তিপ্রস্থর স্থাপনকালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশ্যৈ সিং মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এ ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর, ভারত প্রত্যাগত শরনার্থী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন