বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ৩ জেলে উদ্ধার

fec-image

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে ভাসমান অবস্থায় ৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌ-বাহিনী।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে নৌবাহিনীর জাহাজ ‘নির্মুল এ সব জেলেদের জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন, মো: শাকিল, মিনহাজ উদ্দিন ও শওকত আহমেদ। তাদের নৌবাহিনীর ওই জাহাজে প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় খাবার দেয়ার পরে তাদের আত্মীয়দের নিকট হস্তান্তর করেন।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে নৌবাহিনী পরিচালিত নিয়মিত টহল ‘অপারেশন প্রতিরোধ’ এ থাকাকালে ‘বানৌজা নির্মূল’ কুতুবদিয়া লাইট হাউস থেকে ৯ কিলোমিটার দুরে একটি মাছ ধরার বোটকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় থাকা বোট থেকে তিন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘নির্মূল’র সদস্যরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নৌবাহিনীর জাহাজ ‘নির্মুল, বঙ্গোপসাগর, বাংলাদেশ নৌ বাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন