বরকলে আ’লীগের নির্বাচনী অফিস জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটির দুর্গম বরকল উপজেলায় আ’লীগের নির্বাচনী অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার বরকল সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বরকল সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক ইমরানের সাথে নির্বাচনী প্রচারণা নিয়ে স্থানীয় যুবদলের নেতা হানিফের বাকবিতণ্ডা হয়।  এ ঘটনার পর বুধবার ভোরে কে বা কারা বরকল সদরের কুরকুটিছড়িতে আ’লীগের অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এসময় এক ব্যবসায়ীর দোকানও আগুনে পুড়ে যায়।

তবে স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ এ ঘটনার জন্য বিএনপি- জামাত-শিবিরকে দায়ী করেছে।

এ ব্যাপারে রাঙামাটি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক  হাজী মুছা মাতব্বর জানান- বিএনপি-জামাত-শিবিরের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান- আ’লীগের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন বলে ওসি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন