বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ম্যাচ হবে চট্টগ্রাম-সিলেটে

fec-image

আগামি মাসেই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান দল। এই সফরে তারা একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে। একমাত্র টেস্ট ম্যাচটি ১৪ জুন থেকে শুরু হবে মিরপুর শেরেবাংলায়। সেটি শেষ করে আফগানরা যাবে ভারত সফরে। এরপর ফের বাংলাদেশে এসে তারা ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে চট্টগ্রাম ও সিলেটে।

আফগান দল বাংলাদেশে পা রাখবে ১০ জুন। পরের তিন দিন তারা অনুশীলন করবে। মিরপুর টেস্ট শেষে ১৯ জুন তারা ভারতের উদ্দেশে যাত্রা করবে। ঈদুল আজহার পর ১ জুলাই আফগান দল ফের বাংলাদেশে আসবে।

৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ ৮ এবং ১১ জুলাই। এরপর ১২ জুলাই সিলেট যাবে দুই দল। সেখানে ১৪ এবং ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই দেশে ফিরে যাবে আফগান দল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আফগানিস্তান, বাংলাদেশ, সিরিজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন