বাইশারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাড়ে চার বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শিশুটি বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী গ্রামের মোঃ আক্তারের সন্তান। ছেলেটির নাম মোঃ ছৈয়দ হোছাইন।
সোমবার ২০ অক্টোবর সন্ধ্যা ৫ টার দিকে নিজ বাড়ীতে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
শিশুর পিতা মোঃ আক্তার জানান,তিনি ঘরের বাহিরে ছিলেন, মা মাগরিবের নামাজ পড়ছিল,ঐ সময় শিশু মোঃ ছৈয়দ হোছাইন রাহিম, কারেন্টের মাল্টি ফ্লাগ নিয়ে লাগানোর সময় কারেন্টের শর্ট খেয়ে মাটিতে ঢলে পড়ে যায়। ঐসময় তাকে উদ্বার করে স্থানীয় বাইশারী বাজারের ডাঃ নুরুল আমিনের নিকট নিয়ে আসলে ডাঃ তাকে মৃত্যু ঘোষনা করা হয়।
এনিয়ে পরিবারে চলছে শোকের মাতম। শিশুর মৃত্যু আর মা, বাবার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।

















