বাঘাইছড়িতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে গিয়ে উপজেলা সদর মসজিদের পুকুরে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ হোসেন (১২) কাচালং বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়াডের ঢেবার পাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাইছড়ি উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে এসে উপজেলা সদর মসজিদের পুকুরে ৪ জন সহপাঠীসহ পুকুরে গোসল করতে নামে মারুফ। গোসল করার সময় মারুফ পানিতে তলিয়ে যায়। এমন ঘটনা দেখে স্থানীয় তিন যুবকের সহায়তায় পুকুরে খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় মারুফ হোসেনকে উদ্ধার করা হয়। পরে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয়রা ছুটে আসেন।

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন বলেন, ‘মারুফ হোসেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয়ার জন্য আসে। খেলা শেষ হলে ৩ বন্ধুসহ পুকুরে গোসল করতে নেমে মারুফ তলিয়ে যায়। ঘটনার পরপরই বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন এবং শিক্ষকগণ নিহত ছাত্র মারুফ হোসেনের বাড়িতে যান। এময় তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরদেহ দাফন সম্পন্ন করার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন