বাঘাইছড়িতে বেতন ভাতা বৃদ্ধি ও চাকুরি স্থায়ীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

fec-image

শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি ও চাকুরি স্থায়ীকরণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীগণ।

রবিবার ( ৭ মে) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের কাছে এই স্মারকলিপি পেশ করেন বাঘাইছড়ি ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মোহাম্মদ বোরহান উদ্দিন।

এসময় বাঘাইছড়িতে কর্মরত ইসলামি ফাউন্ডেশনের শতাধিক নারী ও পুরুষ কর্মচারী উপস্থিত ছিলেন।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, ১৯৭৫ সালের ২২ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলাম প্রচার ও প্রসারের লক্ষে ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শাহাদাতবরণ করায় ইসলামি ফাউন্ডেশনের কার্যক্রম স্থবির হয়ে যায়। পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই প্রতিষ্ঠান এগিয়ে যায়। প্রতিবছর এই প্রতিষ্ঠানের আওতায় ৭৩৭৬৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৪১৪২০০ জন শিক্ষার্থী সহজ কোরআন শিক্ষা গ্রহণ করে আসছে। এছাড়াও শিক্ষকদের বেতন ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়ানো ও চাকুরি স্থায়ীকরণের দাবি জানান।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন