বান্দরবানে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আনসার ভিডিপিকে মৌলিক প্রশিক্ষণ প্রদান

Bandarban police pic-15.6

স্টাফ রিপোর্টার:

বান্দরবান সদর থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ১০ দিনব্যাপী সদর উপজেলার কযেকটি এলাকায় আশ্রয়ণ প্রকল্পে আনসার ভিডিপিকে অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার উপজেলার ঢেবা মুরং পাড়া আশ্রয়ণ প্রকল্পে আনসার ভিডিপিকে মৌলিক প্রশিক্ষণ প্রদান, ভাগ্যকুল বাজারের স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা ও শিসক কার্যক্রমের আওতায় ভাগ্যকুল জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠান করা হয়েছে।

বান্দরবান সদর থানান অফিসার ইনচার্জ রফিক উল্লাহ্ আনসার ভিডিপি সদস্যদের বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ভোটারদের হয়রানি না করে সু-শৃঙ্খলভাবে ভোট গ্রহণ ও ভোটারদের সহযোগিতা করার জন্য পরামর্শ দেন।

পরে বাজারের স্থানীয় জনসাধারণকে আসন্ন ইউপি নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লংঘন হয় এইরূপ কোন বক্তব্য বা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে অঙ্গীকারের বিনিময়ে কোন কিছু চাওয়ার থেকে সতর্ক থাকা এবং ভাগ্যকুল জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদেরকে পড়ালেখায় আরো মনোযোগী হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন