বান্দরবানে গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে নিরাপত্তাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে পাহাড়ি গরীব শিশুদের শিক্ষা সামগ্রী, বস্ত্র ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার হাতিভাঙ্গা পাড়ায় বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ যুবায়ের সালেহীন।

হাতিভাঙ্গা পাড়া প্রধান বাদুহা ত্রিপুরার সভাপতিত্বে জিএসও-টু মেজর মেহেদি হাসান, বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ পাড়ার বাসিন্দা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রিজিয়নের কমান্ডার বলেন, পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর প্রত্যেকের নিজস্ব সাংস্কৃতিক ও ঐতিহ্য রয়েছে। নিরাপত্তাবাহিনী এ অঞ্চলের শান্তি শৃঙ্খলার পাশাপাশি প্রত্যেক জাতি গোষ্ঠীর সংস্কৃতি রক্ষা, শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করে আসছেন।

সেনা রিজিয়নের পক্ষ থেকে হাতিভাঙ্গা পাড়ার প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন, সাংস্কৃতিক সংগঠনের জন্য বাদ্যযন্ত্র ও পাড়ায় গরীব এবং দরিদ্র পরিবারের মধ্যে ছাতা, লুঙ্গি ও কলসী বিতরণ করা হয়।

পরে ত্রিপুরাবাসীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজস্ব পোষাক এবং ভাষায় নাচে গানে মাতিয়ে তোলেন তরুন তরুনী শিল্পীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন