বান্দরবানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ পিসিসিপি’র


বান্দরবানের মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ও সহায়ক শিক্ষা উপকরণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখা। বৃহস্পতিবার সকালে শহরের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের ৪০ জন শিক্ষার্থীর হাতে এসব বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি মো. আসিফ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী মো. জুবায়ের হোসেন।
এছাড়া সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. তানভির হোসেন ইমন, দপ্তর সম্পাদক মো. মিসবাহ উদ্দীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পার্বত্য এলাকার অনেক শিক্ষার্থী প্রতিকূল পরিবেশ এবং আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার প্রতি উৎসাহ প্রদানই পিসিসিপি’র মূল লক্ষ্য।
বক্তব্যে আরও বলা হয়, “শিক্ষাই জাতির মূল ভিত্তি। আর্থিক অসচ্ছলতা কখনও একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না — এই বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক ও রেফারেন্স বই তুলে দেওয়া হয়। পিসিসিপি নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও জেলার প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।