বান্দরবানে শারদীয় দূর্গোৎসবের প্রতিমা বিসর্জন

fec-image

বান্দরবানে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে সাঙ্গু নদীতে দেওয়া হয় প্রতিমা বিসর্জন।

এর আগে রাজার মাঠে থেকে প্রতিমা নিয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শেষ বিদায় জানাতে আনন্দ উৎসবে মেতে উঠেন সনাতন ধর্মাবলম্বীর ভক্তরা। নারীরা একে অপরকে পড়িয়ে দেন সিদুঁর, মেতে উঠেন সিদুঁর খেলায়। বিসর্জনের সাথে সাথে নদীর তীরে তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসা, ধূপময় হয়ে উঠে বিসর্জনস্থল।

এ সময় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরসহ বিভিন্ন দূর্গা মন্দিরের প্রতিমা বিসর্জন সুন্দর ও সুষ্ঠভাবে সমাপ্তি করতে পারায় খুশি ভক্ত ও আয়োজকেরা।

সনাতনী ধর্মাবলম্বীরা জানান, সুন্দর ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন হওয়ায় তারা অত্যন্ত খুশি। পূজার সময় সামাজিক সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে, যেখানে অন্যান্য ধর্মের মানুষরাও এসে উৎসবের আনন্দ ভাগাভাগি করেছেন।

এ বছরে বান্দরবানে মোট ৩২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১টি মণ্ডপ স্থাপন করা হয়েছে বান্দরবান সদরে। পূজা উদযাপন উপলক্ষে প্রতিটি মণ্ডপেই ছিল সাজসজ্জার ছোঁয়া, দেবী প্রতিমার মনোমুগ্ধকর রূপ আর ভক্ত-দর্শনার্থীদের ভিড়।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর জানান,  জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন র‍্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণ ও সফলভাবে পূজা উদযাপন সম্ভব হয়েছে। মণ্ডপগুলোতে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারে।

র‍্যাব-১৫, সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, মহান বিজয়া দশমীতে র‍্যাব-১৫-এর পক্ষ থেকে পুরো জেলাজুড়ে পূজামণ্ডপ ও বিসর্জনের স্থানে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।যাতে ভক্ত-দর্শনার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সমাপ্তি করতে পারেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুর্গাপূজা, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন