Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়

11230080_819513031476319_1463117529_o copy
সিনিয়র স্টাফ রিপোর্টার :

গেল বছরের ধারাবাহিকতায় এবছরও দেশব্যাপী বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-দৈনিক সমকালের (বিএফএফ-সমকাল) জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।’বিজ্ঞান নিয়ে বলি-জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে দেশের জেলা ভিত্তিক প্রতিযোগিতা শেষে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা চলছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগের জেলা সমূহের চ্যাম্পিয়নদের নিয়ে শনিবার চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতায় খাগড়াছড়ি জেলার চ্যাম্পিয়ন দল হিসেবে অংশ নিতে যাচ্ছে মাটিরাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। গেল ০২ মে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-দৈনিক সমকালের (বিএফএফ-সমকাল) জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করলো মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। আর প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি লাভ করে মাটিরাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক টিটিকা ত্রিপুরা।

শনিবার অনুষ্ঠিতব্য বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজেদের তৈরি করেছে মাটিরাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের তিন বিতার্কিক সুরাইয়া আফরোজ তানিয়া, টিটিকা ত্রিপুরা ও আবরার আল ফয়সাল।

প্রসঙ্গত, মাটিরাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের তিন ক্ষুদে বিতার্কিক সুরাইয়া আফরোজ তানিয়া, টিটিকা ত্রিপুরা ও আবরার আল ফয়সাল মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাব‘র সদস্য। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় এ তিন বিতার্কিক নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে খাগড়াছড়িকে নতুনভাবে পরিচিত করবে বলে মনে করেন মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাব‘র সভাপতি মুজিবুর রহমান ভুইয়া।

Print Friendly, PDF & Email
Facebook Comment

2 Replies to “বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়”

  1. Very good job done. This group was also champion during the Zone level competition. Wishinge their continuous success.

  2. ধন্যবাদ স্যার,
    মহান রাব্বুল আলামীন যেন আপনার দোয়া কবুল করেন। তারা যেন বিজয়ীর বেশে আপনার সামনে দাঁড়াতে পারে…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন