ভাংচুর মামলায় ‘সাংবাদিকের’ জামিন শিরোনামে আলীকদম প্রেসক্লাবের নিন্দা

fec-image

‘আলীকদম হাসপাতালের ভাংচুর মামলায় একদিনের মাথায় সাংবাদিকের জামিন’ এমন সংবাদে অভিযুক্ত যুবককে আলীকদম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলায় প্রতিবাদ জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পার্বত্য নিউজে প্রকাশিত এই সংবাদের প্রতিবাদে আলীকম প্রেসক্লাব এক বিবৃতি পাঠায়। শনিবার (২৬ অক্টোবর) পাঠানো বিবৃতিতে বলা হয়, প্রকাশিত সংবাদে আলীকদম হাসপাতালে ভাংচুরের মামলায় অভিযুক্ত আসামীকে ‘আলীকদম প্রেসক্লাব’ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক উল্লেখ করা হয়েছে। এ তথটি সঠিক নয়।

বিবৃতিতে আরও বলা হয়, আলীকদম প্রেসক্লাব ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সাংবাদিকদের পেশাগত সংগঠন। ১৯৯৯ সাল থেকে আলীকদম প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় এবং গঠনতন্ত্র রয়েছে। গঠনতন্ত্র অনুসরণ করা ছাড়া কেউ এ সংগঠনের প্রাথমিক সদস্যপদ লাভ করতে পারে না। হাসপাতাল ভাংচুরের মামলায় অভিযুক্ত যুবক মূলতঃ মামলার দায় থেকে নিজেকে হালকা করতে আলীকদমে সাংবাদিকদের পেশাগত প্রতিষ্ঠান ‘আলীকদম প্রেসক্লাব’ এর পদবী ব্যবহার ফায়দা হাসিলের চেষ্টা করে দৃষ্টতার পরিচয় দিয়েছেন। প্রেসক্লাব কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন