ভারুয়াখালী-খুরুশকুল সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

রামু প্রতিনিধি:

কক্সবাজারের ভারুয়াখালী ও খুরুশকুল ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সংযোগ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

৩৯২ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণে ব্যয় হবে ৩০ কোটি টাকা। এটি হবে জেলার বৃহত্তম সেতু।

রবিবার(৪ নভেম্বর) বিকালে এ সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভারুয়াখালী দারুল উলুম মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

সমাবেশে এমপি কমল বলেন, দেশবাসী বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়নের সুফল ভোগ করছে। ব্যাপক উন্নয়নের পাশাপাশি ইসলামী দ্বীনি শিক্ষার প্রসার, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা, দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়ন করায় এদেশের সর্বোস্তরের মানুষ আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীকে বিপুল ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বিগত ১০ বছর যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা স্বাধীনতা পরবর্তী সব সরকার মিলেও করতে পারেনি। তাই উন্নয়নের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে হলে নৌকার বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমান সরকার মানুষকে লোডশেডিং এর যন্ত্রণা দেয়নি। উল্টো দেশের আনাচে-কানাচে বিদ্যুৎ লাইন স্থাপন করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। গ্রামের সড়কগুলো এখন পাকা করে সড়কগুলো সৌর বিদ্যুৎ এর আলোয় আলোকিত করা হয়েছে। দরিদ্র মানুষের দূঃখ লাঘবে প্রতিটি এলাকায় সরকারি উদ্যোগে বিক্রি করা হচ্ছে ১০ টাকা দামের চাল। ভিক্ষুক এবং বসতিহারা লোকজনকে দেয়া হচ্ছে আবাসস্থল। দেশের মানুষের প্রতিটি প্রয়োজনে সরকার এভাবে ভুমিকা পালন করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান তিনি।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজার এর নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখাঁর আলী।

ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ- অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেন, সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য দু’বছর আগে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ভারুয়াখালী বাজারের এক জনসভায় উপস্থিত হলে, স্থানীয় জনসাধারণ তাঁর কাছে একটি ব্রীজের দাবি জানায়। এমপি কমল বক্তৃতায় ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। জনসভায় এমপি কমল ঘোষণ দেন, ভারুয়াখালী নদীর উপর ভারুয়াখালী-খুরুশকুল সংযোগ ব্রীজ নির্মাণ করতে না পারলে আর নির্বাচনে দাঁড়াবেন না।

এলাকাবাসী জানিয়েছেন, কক্সবাজার শহরের অতি সন্নিকটের ভারুয়াখালী ইউনিয়নবাসিকে শহরে আসতে হলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুই ঘন্টা সময় অতিবাহিত করে আসতে হয়। তারা স্বপ্ন দেখে ভারুয়াখালী নদীর উপর একটি ব্রীজের। খুরুশকুল হয়ে কম সময়ে কক্সবাজার শহরে যাবে ভারুয়াখালী ইউনিয়নের মানুষ। এ স্বপ্ন বাস্তবায়নে ভারুয়াখালী নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। ধর্ণা দিয়েছেন বিভিন্ন নেতার কাছে। নেতারা পরিদর্শনে গিয়ে কথা দিয়েছিলো ব্রীজ নির্মাণ করা হবে। কিন্তু কেউ কথা রাখেনি। এমপি কমল কথা দিয়ে কথা রেখেছেন।

জানা গেছে, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ৩৯২ মিটার এ সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজার। আগামী এক মাসের মধ্যে সেতুর কাজ শুরু হবে এবং ১ বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। কাংখিত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা এলাকার মানুষ দলমত নির্বিশেষে এমপি কমলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তাঁর সফলতা কামনা করছেন।

সাংসদ কমল বিকালে ভারুয়াখালী-খুরুশকুল সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি ভারুয়াখালী  দারুল উলুম মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এছাড়াও তিনি দুপুরে ভারুয়াখালী ইউনিয়নের প্রত্যন্ত জনপদে সর্বস্তুরের মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। বিকালে দলীয় নেতাকর্মী সহ সর্বোস্তরের বিপুল জনতা বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকার সমাবেশে যোগদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন