মহালছড়িতে চেঙ্গী ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন

fec-image

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের মুবাছড়ি ইউনিয়ন যেতে চেঙ্গী নদীর উপরে নয় কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মহালছড়ি থেকে লংগদু চেঙ্গী ব্রিজে’র ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

২ মার্চ (সোমবার) ৩টায়  ২৯৮ নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা  ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীলের সঞ্চালনায় প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, স্থানীয় লোকজনের চলাচলের সুবিধার্থে বর্তমান আওয়ামী লীগ সরকার রাস্তা, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন করে দিচ্ছেন। এ সরকার উন্নয়নের সরকার। এ ব্রিজ নির্মিত হলে মহালছড়ি উপজেলাবাসী, লংগুদু উপজেলাবাসী, নানিয়ার উপজেলাবাসী উপকৃত হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের ভীষণ ২০৪১ সাল MDG থেকে SDG বাস্তবায়নে গ্রামকে শহরে রুপান্তর গৃহিত পদক্ষেপে উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে। আমাদের সকলকে সরকারের গৃহিত সকল উন্নয়নে সহযোগিতা করতে হবে। তবে এ উন্নয়ন টেকসই করতে চেঙ্গী ব্রিজ নির্মাণ চলাকালীন সময়ে স্থানীয় প্রকৌশলীকে নজরদারী করার আহ্বান জানান।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিমউদদীন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নীলোৎপল খীসা, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি চিন্তাহরণ শর্মা, খাগড়াছড়ি জেলার প্রকৌশলী হাসান আলী, মহালছড়ি উপজেলা প্রকৌশলী মনির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-প্রকৌশলী আসাদুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন