মাটিরাঙ্গায় জামানত হারালেন জামায়াত সমর্থিত দুই প্রার্থী

Alkas Mia

মুজিবুর রহমান ভুইয়া :

প্রথম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে সারা দেশে জামায়তের অভাবনীয় সাফল্য আসলেও খাগড়াছড়ি জেলার ছয় উপজেলা পরিষদের নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত মাটিরাঙ্গা উপজেলা পরিষদে  জামানত হারালেন জামায়াত সমর্থিত দুই প্রার্থী। চেয়ারম্যান পদে মো. আলকাছ মিয়া (মামুন) ও ভাইস চেয়ারম্যান পদে মো. আমান উদ্দিন দুজনেই জামানত হারিয়ে এখন বেশ আলোচিত চরিত্রে পরিনত হয়েছে মাটিরাঙ্গায়।

গত ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা থেকে এসে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান মো. আলকাছ মিয়া। তিনি স্থানীয় হলেও ঢাকায় বসবাস করেন স্থায়ীভাবে। দীর্ঘ একমাসের মতো মাঠ চষে বেড়িয়েছে গুটি কয়েক অনুগত নেতা নিয়ে। কিন্তু জনগণ তাকে গ্রহণ করেনি। বরং প্রত্যাখান করেছে চরমভাবে।

চারপ্রার্থীর সাথে লড়াই করে তিনি পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট। যা শতাংশের হিসেবে মাত্র ৩.২৯ শতাংশ। মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ৭২ হাজার ৯‘শ ৭০ ভোটারের মধ্যে আদায় হয়েছে ৪৪ হাজার ৬‘শ ৯৫ ভোট। শতাংশের হিসেবে ৬১.২৯ শতাংশ।

এ নির্বাচনে ১৬ হাজার ৯‘শ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো: তাজুল ইসলাম তাজু। ১৫ হাজার ১‘শ ৬৭ ভোট পেয়ে দ্বিতীয় ছিলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো: শামছুল হক। মো: আবুল কাশেম ভুইয়া ৯ হাজার ১‘শ ১০ ভোটে তৃতীয় হলেও ১ হাজার ৭৫ ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আলকাছ মিয়া (মামুন)।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে নিজেকে অতি গুরুত্বপূর্ণ দাবীদার মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. আমান উদ্দিন ১ হাজার ১‘শ ৯৭ ভোট পেয়ে জামানত হারালেন। শতাংশের হিসেবে তার প্রাপ্ত ভোট ২.৬৭ শতাংশ। জামানত হারিয়ে মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. আমান উদ্দিন আগামীতে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ঘোষনাও দিয়েছেন ইতিমধ্যে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন