মাদক ক্রয় বিক্রয় করতে দেখলেই আমাদের খবর দিন

fec-image

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেছেন, মাদক ক্রয় বিক্রয় করলেই ঝাপটে ধরে আমাদের খবর দিন। আমরা ওদের ব্যবস্থা নিব।

বৃহস্পতিবির(৫মার্চ) বিকাল ৫টায় পুলিশই জনতা-জনতাই পুলিশ কমিউনিটি পুলিশিং ফোরাম কাপ্তাই থানার পুলিশ ও কমিনিটি পুলিশিং এর আয়োজনে নতুনবাজার রাজধানী ক্লাবের পাশে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কাপ্তাই কমিনিটি পুলিশিং ভারপ্রাপ্ত সভাপতি মহি উদ্দিন পাটোয়ারী বাদলের সভাপতিত্বে এবং সদস্য এম নুরু উদ্দিন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, এসআই পীযুষ কান্তি দাশ, কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, সম্পাদক মো. একরামুল হক, সাবেক সভাপতি সাগর চক্রবর্ত্তী, কমিনিটি পুলিশিং সদস্য মো. ইউসুফ, ইউপি সদস্য সজিবুর রহমান, সিরাজু মোল্লা ও মালেক ফকিরসহ প্রমুখ।

সভায় মাদককে না বলুন এবং মাদক থেকে দূরে রাখা এবং কোন সমস্যা হলে ৯৯৯ নাম্বারে কল করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন