মানিকছড়িতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো শুরু

fec-image

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহবায়ক এম.এ জব্বার।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মো. আনচারুল করিম, বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরী, দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন, বাজার পরিচালনা কমিটির সহসভাপতি রুপেন পালসহ মেডিকেল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ভিটামিন-এ গ্রহীতা শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

একযোগে উপজেলার ৯৮টি স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে ৬-৫৯ মাস বয়সী প্রায় ১৫০০০ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন