‘রাঙামাটিতে ৮১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল’

fec-image

আগামী ১৮ জুন রাঙামাটির পুরো জেলার ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (১২ জুন) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এমন তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, জেলার ৬-১১মাস বয়সী ৯ হাজার ৩৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭১ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

১০টি উপজেলা এবং একটি পৌরসভা মিলে এক হাজার ২৭২টি কেন্দ্র থেকে এ টিকা কার্যক্রম কর্মসূচি পরিচালনা করা হবে। এতে স্বাস্থ্য বিভাগের দুই হাজার ৫৪৪জন কর্মী টিকা কার্যক্রম কর্মসূচি পরিচালনা করবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, রাঙামাটির অনেক এলাকা দুর্গম রয়েছে। আমাদের এ কার্যক্রম চলমান। তাই যথাসময়ে দুর্গম এলাকাগুলোর শিশুদেরকেও এসব ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন