“শেষে বির্তক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও শিক্ষকবৃন্দ”

মানিকছড়ির যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে বির্তক, রচনা ও সংগীতানুষ্ঠান

দুর্নীতি দমন কমিশন তৃণমূলে নতুন প্রজন্মদের মাঝে ‘সততা, ন্যায়পরায়ণতা, নৈতিকতা, দেশপ্রেম জাগ্রতকরাসহ দুর্নীতি বিরোধী কার্যক্রম বাস্তবায়নে নানামূখী কর্মপরিকল্পনার অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল-মাদ্রাসায় চলছে বির্তক, রচনা ও সাংস্কৃতিক/কেরাত/হাম-নাত প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে ‘সততা সংঘের ছাত্র/ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বির্তক, রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠিত সভায় অতিথি উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সহকারী শিক্ষক মো. আবদুল মালেক, মাওলানা আবদুল গফুর, সাংবাদিক মো. ইসমাইল হোসেন ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ।

পরে সহকারী প্রধান শিক্ষকের বক্তব্য শেষে বির্তক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও শিক্ষকবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন