মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে নিহত ১

fec-image

মিয়ানমার সেনাবাহিনীর চেকপোস্টে আরাকান আর্মির সংশ্লিষ্টতার অভিযোগে এক বেসামরিককে আটক করে নির্যাতন চালালে নিহত হন।

স্থানীয়রা জানান, (২৯ এপ্রিল) বুধবার আরাকান ম্রাউক-উ শহরতলীর লিট্ছাংপ্রাং গ্রামের মোটরসাইকেল মেকানিক মংজগ্রী(২৭), মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে ম্রাউক-উ শহরে যাওয়ার পথে শহর মুখে সেনাবাহিনীর চেকপোস্টে আটক হন। তল্লাশি করে মংজগ্রী-র ব্যবহৃত একটি মোবাইল সেট পাওয়া যায়। তাকে আরাকান আর্মির সংশ্লিষ্টতার সন্দেহে সেনারা নির্যাতন চালিয়েছে।

পরদিন ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) ম্রাউক-উ শহরস্থ মিয়ানমার সেনাবাহিনীর ৩৭৭নং ব্যাটালিয়নের সেনারা মংজগ্রী এর মৃতদেহ শহরের হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের নিকট লাশ হস্তান্তর করে দেয়।

স্হানীয় ও পরিবারের লোকজন বলেন, নিহত মংজগ্রী(২৭) সাধারণ একজন মোটরসাইকেল মেকানিক। সে কঠোর পরিশ্রম করে পরিবারের ভরনপোষণ চালায়। তার সাথে আরাকান আর্মির কোন রকম সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন।

পরিবার ও আরাকান মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, মোটরসাইকেল মেকানিক মংজগ্রীকে সেনাবাহিনীর নির্যাতন ও হত্যা চরম মানবাধিকার লঙ্ঘন। আমরা এর যথাযথ বিচার চাই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্যাতনে নিহত, মিয়ানমারে, সেনাবাহিনীর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন