রত্নাপালংয়ের ইউছুপ আলী সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন

Pic Ukhiya 11-05-2016 (2)

উখিয়া প্রতিনিধি :
উখিয়ার রত্নাপালংয়ে রুহুল্লারডেবা ইউছুপ আলী সড়কের কার্পিটিং সংস্থার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রক্ষনা-বেক্ষণ কর্মসূচীর আওতায় এ সড়কটি বাস্তবায়ন করছে। এর ফলে খানাখন্দক হয়ে যাওয়া সড়কের সংস্কার হওয়ায় যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়তের দুর্ভোগ কমে যাবে। গত মঙ্গলবার কক্সবাজার নির্বাহী প্রকৌশলী মনজুর আলম সিদ্দিকী উন্নয়ন কাজ পরিদর্শন করেছে বলে জানা গেছে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৫-২০১৫অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় ১০লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয় বরাদ্দে রত্নাপালং ইউনিয়ন পরিষদ ভায়া গয়ালমারার চাকবৈঠা (ইউছুপ আলী সড়ক) সড়কের কার্পিটিংয়ের সংস্কার কাজ শুরু করা হয়। উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো:সোহরাব আলী জানান, সরকারী সিডিউল অনুযায়ী কার্পিটিং সংস্কার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে সড়কের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ চলতি মাসেই শেষ হবে।

এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাহরিয়ার এন্টার প্রাইজের মালিক শাহজাহান সাংবাদিকদের জানান, এলজিইডি অফিসের প্রকৌশলীদের সার্বক্ষনিক উপস্থিতিতে ইউছুপ আলী সড়কের কার্পটিং কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে মঙ্গলবার সকালে কক্সবাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম সিদ্দিকী বাস্তবায়ানাধীন ইউছুপ আলী সড়কের কার্পেটিং কাজ তদারকি করতে সরজমিন পরিদর্শনে আসেন। কাজের গুণগত মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ে উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন বলে জানা গেছে। এসময় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. সোহরাব আলী, কার্যসহকারী দয়াল বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন