উখিয়ায় দৃষ্টি প্রতিবন্ধি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

Pic Ukhiya 11-05-2016
উখিয়া প্রতিনিধি :
উখিয়ার এক দৃষ্টি প্রতিবন্ধির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আবু বক্কর সিদ্দিক ও আবু মুছা নামক দু’ব্যক্তি প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। টাকা পাওয়ার আসায় থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে দৃষ্টি প্রতিবন্ধি হাফেজ বদি আলম।

উখিয়া থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছে জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের অন্ধপ্রতিবন্ধি হাফেজ বদি আলম কোটবাজার পিনজিরকুল সড়কে ঔষুধের দোকান রয়েছে। উক্ত দোকানের জন্য কক্সবাজার হতে ঔষুধ ক্রয়ের কথা বলে রুমখাঁ কুলাল পাড়া গ্রামের মৃত হাজী আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে আবু বক্কর ও আবু মুছা নামক দু’ব্যক্তি ৪০ হাজার টাকা গ্রহণ করে।

দৃষ্টি প্রতিবন্ধি হাফেজ বদিউল আলম অভিযোগ করে বলেন, আমি অন্ধ মানুষ। বিশ্বাস করে দোকানের ঔষুধ ক্রয় করার জন্য টাকা দেওয়ার পর ওই দু’ব্যক্তি ঔষুধ ক্রয় না করে আমার টাকা গুলো আত্মসাৎ করে। আমি টাকা ফেরৎ চাইলে আজ-দেব, কাল দেব এভাবে কালক্ষেপন করে। আমি টাকার অভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে গত ২৩এপ্রিল উখিয়া থানায় দৃষ্টি প্রতিবন্ধি হাফেজ বদি আলম লিখিত ভাবে অভিযোগ দায়ের করছেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন